ভালোবাসা দিবসের রহস্যময় উপহার

রোদে ঝলমলে ভালোবাসা দিবসের সকাল। রুপা তার প্রিয়তম অর্ণের জন্য উপহার নিয়ে ব্যস্ত। কী দেবে ভেবে পড়ে গেছে। কার্ড, গোলাপ, চকলেটসবই বারবার দেওয়া হয়েছে। এবার কিছু আলাদা করতে চায় রুপা।

হঠাৎ তার চোখে পড়ে একটা পুরনো বই। বইটা ছোটবেলায় অর্ণের খুব প্রিয় ছিল। রুপা ভাবলো, এই বইটাই হতে পারে উপহার। কিন্তু বইটা তো অনেক পুরনো, নতুন করে মোড়ক দিতে হবে।

রুপা বইয়ের পাতায় পাতায় তার প্রিয় কবিতাগুলোতে ছোট্ট ছোট চিঠি লিখে রাখলো। প্রতিটি চিঠিতে লিখলো তার মনের কথা, অর্ণের প্রতি ভালোবাসা। বইটার পুরনো মোড়ক খুলে নতুন করে মোড়ক দিলো রুপা।

সন্ধ্যে হতেই রুপা অর্ণের বাড়িতে পৌঁছালো। দরজা খুলেই অর্ণ রুপাকে জড়িয়ে ধরলো। রুপা অর্ণের হাতে বইটা দিয়ে বললো, “শুভ ভালোবাসা দিবস, অর্ণ! তোমার জন্য একটা ছোট্ট উপহার।

অর্ণ বইটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। পুরনো বই! কিন্তু ভেতরটা খুলে দেখে অর্ণ আরও বেশি অবাক হলো। রুপার লেখা চিঠিগুলো পড়ে অর্ণের চোখে জল চলে এলো। রুপার ভালোবাসা তার মনে গেঁথে গেলো।

সেদিন রাতে তারা বইটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বললো। পুরনো স্মৃতিগুলো মনে করে হেসে খেলে রাতটা কেটে গেলো। রুপার এই রহস্যময় উপহার অর্ণের মনে চিরকালের জন্য গেঁথে রইলো।

এই ভালোবাসা দিবস রুপা অর্ণের জন্য ছিলো অন্য সব ভালোবাসা দিবসের চেয়ে অনেক বেশি আলাদা। ভালোবাসার কথা শুধু উপহার দিয়েই প্রকাশ করা যায় না, বরং মনের ভাব প্রকাশ করাও ভালোবাসারই এক অংশ। রুপা সেটা বুঝতে পেরেছিলো, তাই এই ভালোবাসা দিবস তার জন্য হয়ে উঠেছিলো সত্যিই অসাধারণ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *