জন্মদিনের উপহার

ইশার জন্মদিন ঘনিয়ে এসেছে। সে তার বন্ধুদের সবাইকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। সবাই মনে মনে ভাবছে ইশাকে কি উপহার দেবে।

ইশার সবচেয়ে ভালো বন্ধু রুমা। রুমা অনেক ভেবেচিন্তে করে একটা সুন্দর উপহার কিনতে চায়। সে জানে ইশার খুব ভালো লাগে গল্পের বই পড়তে। তাই সে সিদ্ধান্ত নেয় ইশাকে একটা নতুন গল্পের বই উপহার দেবে।

রুমা বাজারে গিয়ে বিভিন্ন ধরণের গল্পের বই দেখতে লাগে। হঠাৎ তার চোখে পড়ে একটা বই। বইটার নামঅসাধারণ এক কিশোরীর অভিযান বইটার কভার দেখে রুমার মনে হয় এই বইটা ইশা পছন্দ করবে।

রুমা বইটা কিনে বাড়ি ফিরে আসে। সে বইটাকে সুন্দর করে মোড়ক কাগজে মুড়ে রাখে। জন্মদিনের দিন রুমা ইশাকে বইটা উপহার দেয়। ইশা বইটা পেয়ে খুব খুশি হয়। সে রুমাকে জড়িয়ে ধরে বলে, “তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। তুই আমাকে যে উপহার দিয়েছিস এটা আমার খুব ভালো লেগেছে।

ইশা সেদিন সারাদিন বইটা পড়ে। বইটা খুব সুন্দর ছিল। ইশা বইটা পড়ে অনেক কিছু শেখে। সে রুমাকে অনেক ধন্যবাদ জানায়।

রুমাও ইশার খুশি দেখে খুব খুশি হয়। সে বুঝতে পারে যে সে ইশার জন্য সঠিক উপহার বেছে নিয়েছে।

এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে, উপহারের মূল্য তার দামে নয়, বরং মনের ভাবাতে। আমাদের যদি কারো প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমরা তাকে যেকোনো উপহার দিলেই সে খুশি হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *